শুক্রবার, ৯ আগস্ট, ২০১৩

ল্যান্ডফোন নাম্বার দিয়ে লোকেশান হ্যাক করুন

বাংলাদেশে ল্যান্ডফোন ব্যবহারকারী অপরিচিত কারো পরিচয় জানার প্রয়োজন হতে পারে। যে কোন ল্যান্ড ফোন নাম্বার দিয়েই আপনি ইচ্ছা করলে ব্যবহারকারীর নাম ও ঠিকানা বের করতে পারবেন। খুব সহজ একটি পদ্ধতিতে এটি করা যায়। চলুন দেখি কিভাবে এটি করা যায়।

এই কাজটি করতে প্রথমে নিচের লিংকে ক্লিক করুনঃ
এরপর নিচের ছবির ধাপ গুলো অনুসরণ করুনঃ
 
লগইন এ ক্লিক করলে নিচের ছবির মত একটি পেইজ আসবে

প্রথমে CUSTOMER ID (AREA CODE + PHONE) এ আপনি যে ফোন নাম্বার ব্যবহার করে ব্যবহারকারীর নাম ও ঠিকানা বের করতে চান সেই নাম্বারটি ০২ সহ প্রবেশ করান। এরপর PASSWORD হিসেবেও একই নাম্বারটি ০২ সহ প্রবেশ করান এবং লগইন করুন। এবার নিচের ছবি অনুসারে কাজ করুনঃ
PRINT/VIEW CUSTOMER BILL এ ক্লিক করলে নিচের ছবির মত একটি পেইজ আসবেঃ
মার্ক করা অপশন দুটোর যে কোন একটিতে ক্লিক করুন। নিচের ছবির মত আরেকটি পেইজ আসবে।
এরপর মাস ও বছর লিখে সাবমিট করুন। নিচের ছবির মত আপনি একটি বিল দেখতে পাবেন যেখানে ব্যবহারকারীর নাম ও ঠিকানাও থাকবে। এভাবেই অপরিচিত যে কারও নাম ও ঠিকানা বের করতে পারবেন। এছাড়াও বিটিসিএল এর গ্রাহকরাও নিজেদের টেলিফোন বিল ইন্টারনেটে দেখতে পারবেন।

হার্ডডিস্কের যেকোনো ড্রাইভ লুকিয়ে রাখুন একদম সহজে [ কোন সফটওয়্যার ছাড়া] !!


এজন্য যা  করবেন , দেখে নিন ……
প্রথমে স্টার্ট মেনু থেকে Run-এ যেতে হবে বা কীবোর্ড থেকে Windows+R প্রেস করতে হবে ।
এর পর সেখানে cmd লিখে এন্টার করুন।কমান্ড প্রম্পট চালু হবে।
কমান্ড প্রম্পট চালু হলে  diskpart লিখে এন্টার করুন।
উইন্ডোজ সেভেনের ক্ষেত্রে একটি নোটিফিকেশন আসবে। সেটাতে ইয়েস করে দিলেই নতুন একটি কমান্ড প্রম্পট (নতুন উইন্ডো) চালু হবে।
সেখানে DISKPART> এর পরে লিখুন list volume এবং এন্টার করুন।সব কটি ড্রাইভের একটি তালিকা চলে আসবে।
এখন যে ড্রাইভটি আপনি লুকাতে বা হাইড করতে  চান, সেটির ভলিউম নম্বর লিখুন।
একটু খেয়েল করলে দেখতে পাবেন, প্রতিটি ড্রাইভের পাশেই এর ভলিউম নম্বর দেয়া আছে।
যেমন—আপনি যদি E:\ ড্রাইভ হাইড করতে চান, তাহলে E:\ ড্রাইভের ভলিউম নম্বর লিখে এন্টার করুন।
E:\ ড্রাইভের ভলিউম নম্বর 4 হলে লিখুন DISKPART>-এর পরে লিখুন select volume 4, তাহলে আপনার E:\ ভলিউমটি নির্বাচন করা হবে।
তারপর হাইড করার জন্য DISKPART>-এর পরে লিখুন remove letter E, তাহলে আপনার নির্বাচিত  ড্রাইভটি হাইড হবে।
এবারে মাই কম্পিউটারে গেলে ড্রাইভটি আবার দেখতে পাবেন না ।
যদি ড্রাইভটি আবার দেখতে চান, তাহলে হাইড  ড্রাইভটি একই পদ্ধতিতে নির্বাচন করে লিখুন assign letter E এবং Command Prompt বন্ধ করে দিন।
এবারে মাই কম্পিউটারে গেলে ড্রাইভটি আবার দেখতে পাবেন।
সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আমার জন্যও দোয়া করুন ।

USB ক্যাবলের মাধ্যমে নোকিয়া ফোনের ভুলে যাওয়া Security Code দেখে নিন।

আস্-সালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি এই গুরত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করছি সবাই উপকৃত হবেন।
আমরা অনেকেই নোকিয়া ফোন ব্যবহার করে থাকি। অনেক ক্ষেত্রে নিরাপত্তার কারনে সিকিউরিটি কোডের প্রয়োজন হয়। নোকিয়া তে ডিফল্ডভাবে ১২৩৪৫ সিকিউরিটি কোড দেয়া থাকে। যা আমরা অনেকেই জানি। সুতরাং প্রয়োজন হয় সিকিউরিটি কোডটি পরিবর্তন করার।
আমরা যারা এই অপশনস্ টা ব্যাবহার করে থাকি, তারা প্রত্যেকেই সিকিউরিটি কোডটি পরিবর্তন করি। কিন্তু বেশ কিছু দিন পর আমরা সেই সিকিউরিটি কোডটি সহজেই ভুলে যাই। তারপর থেকে শুরু হয় সমস্যার। কোডটি রিসেট করতে অথবা ফ্লাস দিতে যেতে হয় বিভিন্ন মোবাইল সার্ভিসিং পয়েন্টে। গুনতে হয় ৫০-৩০০ টাকা বা তারও বেশী।
অথচ, কোন টাকা ছাড়াই আপনার পার্সোনাল কম্পিউটারে একটি সফট্ওয়্যার এর মাধ্যমে আপনি সহজেই এই সমস্যাটির সমাধান করতে পারেন। প্রয়োজন শুধু মাত্র একটি সচল নোকিয়া ক্যাবল।
আসুন দেখে নেই কিভাবে আপনি উক্ত কাজটি পুরোপুরি সম্পন্ন করবেন:-প্রথমে আপনি নিচের লিংক থেকে [ANT]-Simple সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।ডাউনলোড
আপনার কম্পিউটারে যদি Pc Suite ইনস্টল থাকে, তাহলে Pc Suite এর প্রোগ্রামটি কে Exit করে দিন, এমনকি Taskbar থেকেও।
[ANT]-Simple সফটওয়্যারটি ডাউনলোড শেষ হলে এটাকে Extract করে নিন।এবং Simple.exe ফাইলটি run করান।এবার Usb ক্যাবল দিয়ে আপনার মোবাইল কে কম্পিউটারের সাথে যুক্ত করুন। মোবাইলে কানেকশন টাইপ কিন্তু Pc Suite মোডে রাখতে ভুলবেন না যেন।
যাইহোক, উক্ত প্রোগ্রামের Main ট্যাব থেকে নিচের Check এ ক্লিক করুন। তারপর আপনার IMEI number and model সম্পর্কে তথ্য সেখানে দেখতে পাবেন।যদি না দেখতে পান তাহলে বুঝতে হবে আপনার ফোনটি সঠিকভাবে পিসিতে কানেক্ট পায়নি। অন্য কোন Usb Port এ লাগিয়ে কানেক্ট করুন।তারপর নিচের চিত্র অনুযায়ী Normal সিলেক্ট করে Get এ ক্লিক করুন।

অজানা লক কোড সহজেই বের করে ফেলুন !!

মোবাইলের ভুলে যাওয়া/অজানা লক কোড সহজেই বের করে ফেলুন !!
মাঝে মাঝে আমরা আমাদের মোবাইলের লক কোড ভুলে যাই। তখন আমাদের চিন্তার আর শেষ থাকে না। আবার যারা 2nd Hand সেট কিনে তাদের মাঝে মাঝে অনেক সমস্যা পোহাতে হয় লক কোড না জানার কারনে। এই সমস্যা দূর করার জন্যই আমার আজকের এই লেখা।

আপনাদের এই কাজটা করতে হবে Unlock Me.sis সফ্টটা দ্বারা। ডাউনলোড

ডাউনলোড শেষে সফ্টটা আপনার মোবাইলে ইন্সটল করে নিন। এবার লক কোড বের করার পালা। কাজটা খুবই সহজ।প্রথমে সফ্টটা ওপেন করুন।

এবার Option থেকে Unlock এ ক্লিক করুন।

এবার সফ্টটা অটোমেটিক বিভিন্ন কোড বসিয়ে বসিয়ে আপনার আসল কোড বের করে ফেলবে। এরকম প্রতিটা কোড বসিয়ে বসিয়ে বের করতে সফ্টটার 5-8 মিনিটের মত লাগবে। এত সময় অপেক্ষা করা বিরক্তকর বিধায় আপনি সফ্টটা কার্যরত অবস্থায় Minimize করে রাখুন। যখন আপনার লক কোড পেয়ে যাবে তখন সফ্টটা অটোমেটিক একটা আওয়াজ করবে। আপনি তখন সফ্টটা Meximize করুন। দেখবেন আপনার লক কোড প্রদর্শন করছে।

যেহেতু এটা একটা .SIS সফ্ট তাই এটা সকল S60 V2 সেটে চলার কথা। না চললে জানাবেন। লেখাটা ভাল লাগলে কমেন্ট করবেন কিন্তু!!!

আপনার ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের উপায়

আমার প্রথম পোস্ট জানি না কেমন হবে তবে আপনাদের দোআ থাকলে এগিয়ে যাব 
আজ  বেপারে আলোচোনা করব সেটা হলো ফেছবুক হ্যাক হলে কি করবেন নিচে কিছু টিপস দিলাম কাজে লাগবে 

আমাদের ফেসবুক আইডি আমাদের সবার কাছেই খুব প্রিয়। এখন যদি আপনার এই শখের ফেসবুক আইডি হ্যাক হয়ে যায় তাহলে বেপারটা খুব কষ্টের হয়। তখন গালিগালাজ করে হ্যাকারের চোদ্দগুষ্টি উদ্ধার করে ফেলি। অথবা বন্ধদের অনুরোধ করি রিপোর্ট করে আইডিটি ব্লক করে দিতে। এতে কিন্তু সমস্যার সমাধান হল না। কারণ আপনি তাতে আইডিটি ফেরত পাবেন না। হয়তবা আপনাদের মনের কষ্ট বুঝতে পেরে ফেসবুক কিছু বেবস্তা করে দিয়েছে। ফেসবুক আইডি দুইভাবে হ্যাক হতে পারে। সেগুলো হলঃ 

১. পাসওয়ার্ড পরিবর্তন করে 
২. ইমেইল আইডি পরিবর্তন করে 

পাসওয়ার্ড পরিবর্তন করলে যা করণীয়ঃ 
কেউ যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করে হ্যাক করে তাহলে আপনি পুরাতন পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন না। এই সমস্যার জন্য নিচের লিঙ্কে যান। 
http://www.facebook.com/help/identify.php?show_form=hack_login_changed 

এরপর পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করুন। 

ইমেইল আইডি পরিবর্তন করলে যা করণীয়ঃ 
যদি এমন হয় আপনি খুব বড় মাপের হ্যাকারের পাল্লায় পরেছেন তাহলে কি করবেন? যে কিনা আপনার পাসওয়ার্ড পরিবর্তন করেই ক্ষান্ত হয় নি আপনার মেইল আইডির পাসওয়ার্ডও পরিবর্তন করে দিয়েছে। এই সমস্যার জন্য নিচের লিঙ্কে যেতে হবে। 
http://www.facebook.com/hacked/ 
এরপর পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। 

আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট দিবেন। 
ধন্যবাদ।
Review http://www.sohagathia.blogspot.com/ on alexa.com