গুগল ট্রান্সলেটরে বাংলা ভাষা যুক্ত হওয়া নিঃসন্দেহে আমার জন্য অনেক বড় পাওয়া। আপাতত আমরা যেটা পেয়েছি সেটা হল আলফা ভার্সন। তাই এর অনুবাদের মান খুব একটা সুবিধার না। তবে এই ট্রান্সলেটর ইঞ্জিন্টা একদম একটা শিশুর মত। শুরুতে সে শুধু তার জানা শব্দের অনুবাদ ঠিক ঠাক মত করতে পারে। ঠিক মত বাক্য গঠন করতে পারে না। তাই এই কয়দিন যারা গুগল ট্রান্সলেটর নিয়ে গুতাগুতি করেছেন তারা নিশ্চই দেখেছেন কি সব আজব ট্রান্সলেশন ফলাফল আসছে। এ নিয়ে ব্লগে কিছু মজার লেখাও দেখলাম।