বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৩

যেভাবে ডিলিট করবেন আনডিলিটেবল ফাইল

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কম্পিউটার ব্যবহারকারীদের কিছু কমন সমস্যায় প্রায় নিয়মিতই পড়তে হয়। যেমনঃ কম্পিউটার হ্যাং হয়ে যাওয়া, স্টার্টআপে অত্যধিক সময় নেয়া, ফাইল রেসপন্স না করা ইত্যাদি। আজ আমরা আলোচনা করবো আনরেসপনসিভ ফাইল মুছে ফেলার পদ্ধতি নিয়ে।
অনেক সময়ই বিভিন্ন সফটওয়্যার বা অতি সাধারণ ফাইল আনরেসপনসিভ হয়ে পড়ে। ফলে দেখা যায় যে, আপনি সেটিকে কোনোভাবেই মুছে ফেলতে পারেন না। ডিলিট করতে গেলেই মেসেজ বক্স আসে যাতে লেখা থাকে যে, এই ফাইলটি ব্যবহৃত হচ্ছে এবং এই মুহুর্তে ডিলিট করা সম্ভব নয়। এক্ষেত্রে আপনি নিম্নোক্ত উপায়গুলো অবলম্বন করতে পারেন।

সফটওয়্যার ছাড়াই যে কোন ব্রাউজারে বাংলা লিখুন!

উবুন্টুতে বাংলা লেখার দু’টি প্রক্রিয়া সম্পর্কে ইতোমধ্যে রাহাত ভাই লিখলেও, এটি একটু ভিন্ন। এই পদ্ধতিতে কোন সফটওয়্যার ইন্সটল না করেই ব্রাউজার থেকে বাংলা লেখা যাবে। তবে শুধু উবুন্টু নয়, অন্য যে কোন অপারেটিং সিস্টেমে এটি কার্যকর। মূলত এটি একটি ব্রাউজার বেজড বুকমার্কলেট। খুবই সহজে মাত্র একটি লিংক বুকমার্ক করে,

PDF ফাইলের পাসওয়ার্ড ডিলিট করুন খুব সহজেই!

“বিসমিল্লাহির রহমানীর রাহিম”। আশা করি পিডিএফ (PDF) সম্পর্কে সবারই পরিস্কার ধারণা আছে। আমরা সবাই জানি পিডিএফ হলো Adobe Reader এর ফাইল। PDF ফরমেটের ফাইল অধিক ব্যবহার করা হয় অফিসের নোটিশ পত্রে। কারণ সাধারণত পিডিএফ ফাইলগুলো এডিট করা যায় না শুধু প্রিন্ট করা যায়।
Review http://www.sohagathia.blogspot.com/ on alexa.com