সোমবার, ১২ আগস্ট, ২০১৩

কম্পিউটারের গতি বাড়ানোর জন্য কিছু কাজ করতে পারেন নিয়মিত

কম্পিউটারের গতি বাড়ানোর জন্য কিছু কাজ করতে পারেন নিয়মিত 

তাহলে শুরু করি-
১। GO “ RUN “ - tree লিখে এন্টার করুন।
২। GO “ RUN “ - prefetch লিখে এন্টার করুন।( একটা নতুন উইন্ডো আসবে সব ফোল্ডার এবং ফাইল
ডিলিট করুন।


৩। GO “ RUN “ - temp লিখে এন্টার করুন। এখন টেম্পোরারী ফাইল গুলো ডিলিট করুন।
৪। GO “ RUN “ - %temp% লিখে এন্টার করুন। এখন টেম্পোরারী ফাইল গুলো ডিলিট করুন।
৫। GO “ RUN “ bak লিখে এন্টার করুন সব গুলো ফাইল ডিলিট করুন।
৬। GO “ RUN “ tmp লিখে এন্টার করুন সব গুলো ফাইল ডিলিট করুন।
7। GO “ RUN “ recent লিখে এন্টার করুন সব গুলো ফাইল ডিলিট করুন।

প্রতিটা ড্রাইভের উপর মাউসের রাইট বাটুন ক্লিক করুন তারপুর প্রপারট্রিজ এ ক্লিক করুন ডিস্ক ক্লিনআপ এ ক্লিক করুন।
আশা করি আপনার কম্পিটার এ অনেক গতি বেড়ে যাবে। পুরাতন কম্পিউটার এর জন্য বেশী কার্যকরী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Review http://www.sohagathia.blogspot.com/ on alexa.com