রবিবার, ১৮ আগস্ট, ২০১৩



বতর্মানে facebook এ অনেকের এ্যাকাউন্ট
কোন কারণ ছাড়াই block হচ্ছে।এতে lock
খুলতে photo verification করতে হয়।
যা ৯৯% ক্ষেত্রে হয়না। যদি আপনার


এ্যাকাউন্টে এ রকম জটিল
পরিস্তিতি থেকে রক্ষা করতে চান তাহলে।
নিচে ধাপ অনুসারন করুন।
১. Settings & privacy এ যান
২. Security এ যান
3. Secure Browsing টা disable a click
করেন।
৪. এখানে বেশ কিছু question আছে। আপনার
পছন্দ মত কোন প্রশ্ন বাছাই করে তার
উত্তর ঠিক করেন। এবার password
দিয়ে সেভ করেন।
ব্যাস আপনার কাজ শেষ।
*************** **
তবে আরেকটি উপায়ও কাজটি করা যায়।
১. Settings & privacy এ যান
২. Security এ যান
৩. Trusted Contects এ যান
৪. এখানে আপনার ৩-৫ টি বন্ধুকে add করুন
(যারা Trusted friend )
৫. এবার password দিয়ে সেভ করেন।
আপনার account a কোন সমস্যা হলে ঐ
বন্ধুদের সাহায্য নিয়ে আবার account
ফিরে পাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Review http://www.sohagathia.blogspot.com/ on alexa.com