সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৩

সিমবিয়ান ডিফল্ট ব্রাউজার এবং UC Browser এ ভাঙ্গা-ভাঙ্গা বাংলা দেখুন

Opera Mini তে বিটম্যাপ ফন্ট সাপোর্ট করানো গেলেও, Uc Browser এ কোন সিস্টেম নেই। তবে আমরা চাইলে একটু ম্যানুয়ালী সাপোর্ট করাতে পারি।

১| প্রথমে FontRouter এবং FontRouter_LT নামের সফটওয়্যার দুটি নামিয়ে নিন।

২| StylusBangla ফন্টটি নামিয়ে নিয়ে মেমোরি কার্ডে সেভ করে রাখুন।

৩| FontRouter ইনস্টল হলে ওপেন করুন।
*FontRouter এবং FontRouter_LT সফটওয়ার দুটিতে Certificate Error আসলে আপনার মোবাইল ডিভাইস হ্যাক করতে হবে । **Certificate আর Key'এর ঝামেলা এড়িয়ে মাত্র ১০ মিনিটে হ্যাক করতে পারবেন আপনার ডিভাইসকে!  জেনে আসুন সিমবিয়ান হ্যাক করার পদ্ধতি



Option / Open Font গিয়ে StylusBangla ফন্টটি সিলেক্ট ক রুন

৪| FontRouter_LT বন্ধ করে, মোবাইল একবার অন-অফ করে নিন।

ব্যাস! এবার UC Browser-এ গিয়ে দেখুন।
এই যে আমার UC Browser এর একটি পাতাঃ

















বাংলা দেখার ক্ষেত্রে সবচেয়ে ভালো ফল পেতে Uc Browser খুলে Menu/Settings/ Preferences/ Display/ Font Size/ -এ যান এবং 26/27 নির্ধারন করে দিন।

এর পর থেকে শুধু Uc Browser নয়, মোবাইলের ডিফল্ট ব্রাউজার বা মেসেজ বা অন্য যেকোন Unicode সাপোর্টেড বাংলা লেখা একইভাবে দেখা যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Review http://www.sohagathia.blogspot.com/ on alexa.com