অনেক দিনপর আবার লিখতে বসলাম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। অনেকে হয়তো শিরোনাম পড়ে ভাবতে পারেন কোন যাদু শিখাবো কিনা না। না আসলে সে রকম কিছু না এটা আসলে একটি ধারাবাহিক টিউন যেখানে আপনারা জানতে পারবেন নোটপ্যাডের না না রকমের টিপস এন্ড ট্রিকস আশা করি আপনাদের ভাল লাগবে।
নোটপ্যাড সব সময় আমার প্রিয় একটি টুল কারণ নোটপ্যাড দিয়ে অনেক সহজে অনেক কিছু করা যায়। আপনারা হয়তো নোটপ্যাড দিয়ে অনেক ট্রিকস জানেন তারপর যদি একজন কেও নতুন কিছু শিখাতে পারি তাতেই আমি খুশি।
লগ বুক ( log book )
লগ বুক তৈরি করতে আপনাকে যা করতে হবে তাহলো -
নোটপ্যাড খুলে প্রথম লাইনে লিখতে হবে - .LOG তারপর txt ফরমেটে সেভ করুন।
এবার নোটপ্যাডটি ওপেন করুন এবং দেখুন চলতি সময় ও তারিখ এসে গেছে।
নোটপ্যাড খুলে প্রথম লাইনে লিখতে হবে - .LOG তারপর txt ফরমেটে সেভ করুন।
এবার নোটপ্যাডটি ওপেন করুন এবং দেখুন চলতি সময় ও তারিখ এসে গেছে।
এবার থেকে যখন আপনি নোটপ্যাডটি ওপেন করবেন দেখবেন চলতি সময় ও তারিখ এসে গেছে।
এটাতে আপনি আপনার daily notes বা diary হিসাবে ব্যবহার করতে পারেন।এছাড়াও আপনি যখনি F5 চাপ দেবেন চলতি সময় ও তারিখ এসে যাবে।
এটাতে আপনি আপনার daily notes বা diary হিসাবে ব্যবহার করতে পারেন।এছাড়াও আপনি যখনি F5 চাপ দেবেন চলতি সময় ও তারিখ এসে যাবে।
একজনেরও ভাল লাগলে ধারাবাহিকটি চলবে ................
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন