মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৩

ফেসবুক পেজ ম্যানেজের জন্য একটি অ্যাপস।

ফেসবুকের কোনো পেজের অ্যাডমিন মানেই সব সময় সেই পেজের সঙ্গে যুক্ত থাকা। কেউ মেসেজ দিলেন বা কমেন্ট করলেন, তাতে সাড়া দিতে দেরি করা চলবে না। এ জন্য স্মার্টফোনে নামিয়ে নিতে পারেন ফেসবুক পেজেস ম্যানেজার অ্যাপলিকেশনটি। এই অ্যাপস এর মাধ্যমে যা যা করা যাবে।

চলুন তৈরি করি নিজের একটি মজার ইমেইল আইডি একদম ফ্রী তে

আপনি কি একটু ভিন্ন রকমের মেইল আইডি খুলতে চান? যেমন ধরুনঃsomeone@student.com অথবা someone@engineer.com অথবাsomeone@usa.com
এরকম মেইল আইডি খুলার দুই ধরনের উপায় আছে।

Welcome Screen এ যুক্ত করুন নিজস্ব মেসেজ

দরকারে হোক আর অদরকারে হউক আপনি ওয়েলকাম screen এর আগে হ্চ্ছমত যেকোন মেসেজ যুক্ত করতে পারেন ।নীচের পদ্ধতিটি অনুসরণ করুন আর যুক্ত করুন আপনার যেকোন মেসেজ

নোটপ্যাড যাদু – পর্ব (৫)

আজকে আপনাদের যে নোটপ্যাড ট্রিকসটি শেখাবো তা দিয়ে আপনি খুব সহজে একটি কম্পিউটারকে crash করতে পারবেন। যদি কাজ না হয় তবে আমাকে জানাতে পারেন আর যদি কাজ হয় তাহলে তো আপনার ব্যাপার আপনি কি করবেন।

নোটপ্যাড দিয়ে crash করুন কম্পিউটার

নোটপ্যাড যাদু – পর্ব (৪)

নোটপ্যাড দিয়ে লক করুন আপনার পিসি

  • ১. নোট প্যাড ওপেন করুন।
  • ২. নিম্নলিখিত লাইন কপি করুন।
  • নোট প্যাড যাদু – পর্ব (৩)


    আজ আমি আপনাদের নোটপ্যাডে লেখা লুকানো ফাইল (hidden text files) তৈরি করা শিখাবো।আপনি কোন third-party ইউটিলিটি ব্যবহার না করে সাধারন লেখা ডেটা গোপন করতে এই সহজ ট্রিকটি ব্যবহার করতে পারেন।

    লেখা লুকানো ফাইল (hidden text files)

    নোট প্যাড যাদু – পর্ব (২)

    আজকের টিপস গুলো আপনাদের কাছে পুরান লাগতে পারে তারপর লিখছি কারণ এটা একটা নোটপ্যাডের ট্রিকসের ধারাবাহিক টিউন তাই এখানে A - Z সব থাকাই ভাল।

    ৪ ৩ ৩ ৫

    নোট প্যাড যাদু – পর্ব (১)

    অনেক দিনপর আবার লিখতে বসলাম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। অনেকে হয়তো শিরোনাম পড়ে ভাবতে পারেন কোন যাদু শিখাবো কিনা না। না আসলে সে রকম কিছু না এটা আসলে একটি ধারাবাহিক টিউন যেখানে আপনারা জানতে পারবেন নোটপ্যাডের না না রকমের টিপস এন্ড ট্রিকস আশা করি আপনাদের ভাল লাগবে।

    নোট প্যাড যাদু

    আজকে আপনাদের যে নোটপ্যাড ট্রিকসটি শেখাবো তা দিয়ে আপনি খুব সহজে আপনার Windows XP টা Genuine করে নিতে পারবেন।চলুন তাহলে শুরু করা যাক .....

    Windows XP Genuine

  • সাবধান !! WhatsApp এ পাওয়া গেছে Malware !!

    সোমবার, ৭ অক্টোবর, ২০১৩

    নিজের ডোমেইনে তৈরী করুন ইমেইল এ্যাড্রেস




    নিজের ডোমেইনে তৈরী করুন ইমেইল এ্যাড্রেস। শুধু নিজেই কেন সেসব ইমেইল এ্যাড্রেস দিতে পারেন দিতে পারেন বন্ধুদেরও। আরেকটু ভেঙে বলি ধরুন আমার ডোমেইন http://www.myweb.comএখন আমার মেইল এ্যাড্রেসটি যদি হয় sakil@myweb.com তাহলে কেমন হয়? ঠিক এটাই খুব সহজে কিভাবে করা যায় সেটা বলছি। এজন্য প্রথমেই এখানে ক্লিক করুন এবং এখান থেকে Standard Edition এ ক্লিক করুন।

    লক হওয়া ফেইসবুক আইডিতে ফটোভেরিফিকেশন চাইলে কি করবেন ?সমাধান এখানে

    আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
    অনেকসময়
    নানা কারনে আমাদের ফেসবুক
    আইডি লক হয়ে যায়। তখন ফোন
    নাম্বার দিয়ে ভেরিফাই
    করে অথবা security question এর উত্তর
    দিয়ে আবার
    আইডি ফিরে পাওয়া যায়।

    শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৩

    ভাইরাস নিয়ে আড্ডা!

    প্রায় সবাই ভাইরাস, ট্রোজান হর্স, ওর্ম, রুটকিট, ম্যালওয়ার, স্পাইওয়ার ইত্যাদির কথা শুনে থাকবেন, এগুলোকে এক কথায় ভাইরাস বলে সবাই বুঝে থাকেন। গতকালের ভার্সিটির ক্লাশে এই টপিক নিয়ে স্যার বিস্তারিত আলোচনা করলেন এবং কাল সারা রাত গ্রুপ স্টাডি করলাম বাসায়। যাই হোক, ভাবলাম আপনাদের সাথেও বিষয়টি নিয়ে আড্ডা মারি!
    আপনার কম্পিউটার যখন অন্য রকম আচরণ করতে থাকে তখন স্বাভাবিক ভাবেই আপনি ভাববেন যে আপনার সখের পিসিটি ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন ভাইরাস তো অনেক রকমের আছে, যদি আপনি ভাইরাসের প্রকারভেদ জানতে পারেন তাহলে এদের থেকে বেঁচে থাকতে পারবেন এবং আরো দ্রুত পিসিকে সাড়িয়ে তুলতে পারবেন।

    মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৩

    কিভাবে ফেসবুক ফ্রেন্ডলিস্টে থাকা যেকোন বন্ধুকে আপনার এ্যাক্টিভিটি ( লাইক, কমেন্ট ইত্যাদি ) হাইড করবেন


    ফেসবুক তার ব্যবহারকারীদের প্রাইভেসি যাতে নষ্ট না হয় সে জন্য নিত্যনতুন ফিচার যোগ করছে। এখন আপনাদের সেই ফিচার এর একটি সম্পর্কে জানাব।

    আপনি যখন কাউকে আপনার ফ্রেন্ডলিষ্টে এ্যাড করবেন, তখন আপনার সেই বন্ধু আপনার ওয়াল, আপনি কোথায় কোথায় কমেন্ট করলেন, কার কার কমেন্ট লাইক দিলেন ইত্যাদি সকল এ্যাকটিভিটি দেখতে পারবে।

    চলুন একটু দেখে নেই এর ফলে আপনার কি সমস্যা হতে পারে:

    ছেলে হিসেবে: ধরুন আমার দুইটি গার্লফ্রেন্ড। একটি অরিজিনাল আরেকটি স্টান্ডবাই। এখন মনে করেন স্টান্ডবাই এর কোন পোষ্টে আমি লাইক বা কমেন্ট করলে তা আমার অরিজিনাল গার্লফ্রেন্ড খুব সহজেই দেখতে পারবে। সে জেনে যাবে যে আমি অমুক মেয়ের সুন্দর ছবিতে কমেন্ট করছি “তুমি খুব সুন্দর” । এইটা দেখার পর আমার অরিজিনাল প্রেমের ডান্ডি ফটাস। হা হা হা

    আবার মনে করেন আমার আইডিতে আছে আমারই ছোট ভাই, বাবা, মা, বোন, বা এলাকার কোন বড় ভাই। তাহলে তারাওতো একই ভাবে জেনে যাবে যে, আমি ফেসবুকে কি করি। বড়ই প্রাইভেসি সমস্যা ???

    এবার মেয়ে হিসেবে:  একই ভাবে আমার অনেক ছেলে বন্ধু আছে। এখন এক জন সুদর্শন ছেলের আইডিতে লাইক বা কমেন্ট যাই করি না কেন তা জেনে যাবে আমার বয় ফ্রেন্ড সহ সবাই। একই ভাবে জেনে যাবে আমার কলেজের স্যার, ম্যাডাম সব্বাই। তাহলে কি আমি যে কাউকে আমার ফ্রেন্ড লিষ্টে এ্যাড করবো না। হা হা হা

    আসলে আমরা না জানার কারনে মাথা ব্যাথার জন্য মাথাটা কেই বাদ দিতে চাই। মানে কাউকে ফ্রেন্ডলিষ্টে এ্যাড করা বা এই সমস্যার জন্য আলাদা আইডি ব্যবহার করি।

    কিন্তু না আপনি আসলে সব কিছুই পারেন যদি সিস্টেমটা জানেন। আপনি ছেলে বা মেয়ে যেই হন না কেন আপনি যে কাউকে আপনার ফ্রেন্ড লিষ্টে এ্যাড করতে পারবেন। এবং ফ্রেন্ড লিষ্টে থাকা যে কাউকে আপনি নির্দিষ্ট করে দিতে পারবেন, যেন আপনার এ্যাকটিভিটি দেখতে না পারে।

    এই জন্য আপনাকে যা করতে হবে তা হল:

    ১. যখন কারও প্রোফাইলে গিয়ে Add Friend এ ক্লিক করে ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠাবেন তথন সেই Add Friend টা ক্লিক করার পর হয়ে যাবে Friend Request Sent.  মাউজ টা কিছুক্ষন Friend Request Sent এর উপরে রাখবেন ( মনে রাখবেন ক্লিক করার পর এটি হবে )। ১ নং ছবিটা দেখুন। একটা লিষ্ট বের হবে। সেই লিষ্ট হতে Add to another list এ ক্লিক করুন। এবার ২ নং ছবিটা দেখুন। এখানের লিস্টের থেকে শুধুমাত্র Restricted  এ ক্লিক করে চেক করে দিবেন।
                                                                 ১ নং ছবি


                                                                  ২ নং ছবি
    তাহলে যখন সে আপনার ফ্রেন্ড রিকেয়েষ্ট এ্যাকসেপ্ট করবে তখন সে আপনার ফ্রেন্ড হবে ঠিকই কিন্তু সে আপনার কোন এ্যাকটিভিটির নকিফিকেশন পাবে না। নরমাল যেকোন আইডি যা আপনার ফ্রেন্ড নয় অন্যকেহ যেভাবে আপনার আইডি দেখবে, ঠিক আপনার ঐ ফ্রেন্ডও সেভাবে আপনার আইডি দেখবে।

    ২. ওকে এবার যদি আপনাকে কেহ ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠায় তাহলে একই নিয়ম। আপনি তার ওয়ালে যান। তার পর একই নিয়মে Respond to Friend Request এ ক্লিক Confirm করবেন। তারপর পেজ লোড হয়ে যখন তার ওয়াল আবার আসবে তখন তার আইডির Friends এ মাউস রেখে তাকে  Restricted লিস্টে এ্যাড করে নিবেন । ৩ নং ছবিটা দেখুন।
    ৩. এবার শিখুন যদি আগে থেকে কাহকে ফ্রেন্ড করে থাকেন তাহলে কিভাবে তাকে Restricted এ্যাড করবেন। নিচের লিংকে ক্লিক করে আপনার ফ্রেন্ডলিষ্টে যান। যেখানে আপনার সকল ফ্রেন্ড দের দেখাবে।


    এর পর আপনার যে ফ্রেন্ডকে Restricted লিস্টে এ্যাড করতে চান তার ছবির পাশে Friends এ মাউজ এর পয়েন্টার রাখুন। তার পর লিষ্ট হতে একই নিয়মে Add to another list এ ক্লিক করুন।তারপর একইভাবে এখানের লিস্টের থেকে শুধুমাত্র Restricted  এ ক্লিক করে চেক করে দিবেন।কোন সেভ করার দরকার নাই। ক্লিক করার মাত্রই আপনি তাকে Restricted লিষ্টে এ্যাড করে ফেলেছেন।৪ নং ছবি দেখুন।

    শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৩

    সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৩

    যেনে নিন fake i'd চেনার কিছু কৌশল

    অনেকের ফেসবুকের চালানোর পুরাতন অভিজ্ঞতা থেকেই আইডি দেখেই বলে দিতে পারেন কোনটা আসল আর কোনটা ফেইক।এটা নিয়ে ফেসবুক ডেভেলপারদের পেজে গেলেই আসল নকল বুঝা যায়।তাই সেখান থেকে কিছু তথ্য নিয়ে সবার সাথে শেয়ার করলাম।
    ফেসবুক,আমাদের বাস্তবিক জীবনের একটি ব্যতিক্রমি প্রতিফলন।এটা সামাজিক যোগাযোগের একটি অন্যতম মাধ্যম।বর্তমানে ফেসবুকে আসল আইডির চেয়ে তুলনামূলক ভাবে চোখে পরে বেশি ফেইক
    আইডি।তাই চেনা মুশকিল কোনটা ফেইক আইডি আর কোনটা আসল।কিছু কু-রুচি পূর্ণ মানুষ এইসব কাজ করে যা অন্য একজন আসল ফেসবুক ব্যবহারকারীকেভোগান্তিতে রাখার অস্ত্র হিসেবে।এটা অবশ্য কোন এক অজ্ঞাত হিংসার কারণে বা প্রতিশোধ কারণে।আমি আজ আপনাদের জানাতে চাই যে কিভাবে সহজেই চিনবেন ফেইক ফেসবুক আইডি।নিচে কয়েকটি পয়েন্ট দিলাম খুব সহজ।এবং শেষে জানিয়ে দিব কিভাবে তাদের(ফেইক আইডি) বৃন্দাবন(কবরে) পাঠাবেন।
    নিচের পয়েন্ট গুলো খেয়াল করবেন।

    বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৩

    যেভাবে ডিলিট করবেন আনডিলিটেবল ফাইল

    উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কম্পিউটার ব্যবহারকারীদের কিছু কমন সমস্যায় প্রায় নিয়মিতই পড়তে হয়। যেমনঃ কম্পিউটার হ্যাং হয়ে যাওয়া, স্টার্টআপে অত্যধিক সময় নেয়া, ফাইল রেসপন্স না করা ইত্যাদি। আজ আমরা আলোচনা করবো আনরেসপনসিভ ফাইল মুছে ফেলার পদ্ধতি নিয়ে।
    অনেক সময়ই বিভিন্ন সফটওয়্যার বা অতি সাধারণ ফাইল আনরেসপনসিভ হয়ে পড়ে। ফলে দেখা যায় যে, আপনি সেটিকে কোনোভাবেই মুছে ফেলতে পারেন না। ডিলিট করতে গেলেই মেসেজ বক্স আসে যাতে লেখা থাকে যে, এই ফাইলটি ব্যবহৃত হচ্ছে এবং এই মুহুর্তে ডিলিট করা সম্ভব নয়। এক্ষেত্রে আপনি নিম্নোক্ত উপায়গুলো অবলম্বন করতে পারেন।

    সফটওয়্যার ছাড়াই যে কোন ব্রাউজারে বাংলা লিখুন!

    উবুন্টুতে বাংলা লেখার দু’টি প্রক্রিয়া সম্পর্কে ইতোমধ্যে রাহাত ভাই লিখলেও, এটি একটু ভিন্ন। এই পদ্ধতিতে কোন সফটওয়্যার ইন্সটল না করেই ব্রাউজার থেকে বাংলা লেখা যাবে। তবে শুধু উবুন্টু নয়, অন্য যে কোন অপারেটিং সিস্টেমে এটি কার্যকর। মূলত এটি একটি ব্রাউজার বেজড বুকমার্কলেট। খুবই সহজে মাত্র একটি লিংক বুকমার্ক করে,

    PDF ফাইলের পাসওয়ার্ড ডিলিট করুন খুব সহজেই!

    “বিসমিল্লাহির রহমানীর রাহিম”। আশা করি পিডিএফ (PDF) সম্পর্কে সবারই পরিস্কার ধারণা আছে। আমরা সবাই জানি পিডিএফ হলো Adobe Reader এর ফাইল। PDF ফরমেটের ফাইল অধিক ব্যবহার করা হয় অফিসের নোটিশ পত্রে। কারণ সাধারণত পিডিএফ ফাইলগুলো এডিট করা যায় না শুধু প্রিন্ট করা যায়।

    শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩

    গুগল ট্রান্সলেটরের বাংলা নিয়ে অনেক তো মজা হল, এবার আসুন বাংলা ভাষার জন্য কিছু করি।

    গুগল ট্রান্সলেটরে বাংলা ভাষা যুক্ত হওয়া নিঃসন্দেহে আমার জন্য অনেক বড় পাওয়া। আপাতত আমরা যেটা পেয়েছি সেটা হল আলফা ভার্সন। তাই এর অনুবাদের মান খুব একটা সুবিধার না। তবে এই ট্রান্সলেটর ইঞ্জিন্টা একদম একটা শিশুর মত। শুরুতে সে শুধু তার জানা শব্দের অনুবাদ ঠিক ঠাক মত করতে পারে। ঠিক মত বাক্য গঠন করতে পারে না। তাই এই কয়দিন যারা গুগল ট্রান্সলেটর নিয়ে গুতাগুতি করেছেন তারা নিশ্চই দেখেছেন কি সব আজব ট্রান্সলেশন ফলাফল আসছে। এ নিয়ে ব্লগে কিছু মজার লেখাও দেখলাম।

    রবিবার, ১৮ আগস্ট, ২০১৩

    কম্পিউটার স্লো মনে হচ্ছে??? কয়েকটি উপায়ে ফাস্ট করে নিন
    ================================
    > ৬ মাসে অন্তত একবার আপনার কম্পিউটার খুলে পরিস্কার করুন, এতে আপনার কম্পিউটার এর রেম ও পাওয়ার সাপ্লাই ইউনিট ভালো থাকবে এবং অন্যান্য ডিভাইস নষ্ট হওয়ারও ঝুকি থাকবেনা ।
    এবার সবার-ই হাতের টাইপের গতি বাড়বে
    ----------------------------------------
    আমরা অনেকই উচ্চ গতিতে কম্পিউটারএ লিখতে পারিনা ।
    এর জন্য আমরা প্রোটাইপার সফটওয়্যার ব্যবহার করি কিন্তু তারপরও
    আমাদের হাতের গতি বাড়েনা ।


    I.P adress = Internet Protocol address.
    টেলিফোনের ক্ষেত্রে প্রতিটি ফোন সেট এর জন্য যেমন একটি নম্বর আছে, ঠিক তেমনি ইন্টারনেট এ প্রতিটি কম্পিউটার এর জন্য একটি আইডেন্টিটি থাকে যা
    Internet Protocol বা সংক্ষেপে IP
    এড্রেস নামে পরিচিত। আপনি যখন
    আপনার ব্রাউজার এর এড্রেস
    এই পোষ্ট টি পড়ার পর আপনি android এর boss
    +++++++++++++++++++++++++++++
    অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন এখন অনেকেই ব্যবহার করেন। কিন্তু অনেক ব্যবহারকারীর কাছেই এখনও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নানা বিষয় অজানা। অ্যান্ড্রয়েডচালিত আপনার ডিভাইসটি যাতে ঠিকঠাক চালানো যায়, সে জন্য টাইম ম্যাগাজিনের প্রযুক্তিবিষয়ক সাইট টেকল্যান্ড সম্প্রতি এক প্রতিবেদনে বেশ কিছু পরামর্শ দিয়েছে। ওই প্রতিবেদনের আলোকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ ১৪টি পরামর্শ নিয়েই এবারের মেইনবোর্ড।

    হোমস্ক্রিন সাজাতে ব্যবহার করুন উইজেট

    আপনার পিসি হয়তো বাড়ির ছোট বাচ্চারাও ব্যবহার করে। আর তারা যেকোন মুহূর্তে প্রবেশ করতে পারে পর্ন সাইটে। দেখতে পারে নানা অশ্লীল ছবি, ভিডিও আরো অনেক কিছু।

    এ থেকে পরিত্রান পেতে ব্যবহার করুন এন্টি পর্ন সফ্টওয়্যার । এটা এক হাজারেরও বেশী সাইটকে ব্লক করে রেখেছে যা কিনা English, Japanese, Korean, Russian, German, Franch, Spanish, Chinese ইত্যাদি
    ভাষায় ডেভেলোপ করা।



    বতর্মানে facebook এ অনেকের এ্যাকাউন্ট
    কোন কারণ ছাড়াই block হচ্ছে।এতে lock
    খুলতে photo verification করতে হয়।
    যা ৯৯% ক্ষেত্রে হয়না। যদি আপনার

    বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৩

    হাজার মাইল দূরে থাকা আপার বন্ধুর পিসি চালান আপনার পিসি তে বসে

     শিরো না দেখেই হয় ত সব বুজতে পেরে গেছেন আমি একটি সফটওয়্যার এর কথা বলছি, সফটওয়্যার টির নাম Team Viewer এই সফটওয়্যার টি দুই পিসি তে ইন্সটল থাকতে হবে আর তার সাথে নেট চালু থাকতে হবে। তা হলে সফটওয়্যার টি ডাউনলোড করেনিন.

    কোন সফটওয়্যার ডাউনলোড ছাড়া নিজ পিসি এর স্ক্রীন শর্ট নিন (windows 7)


    হ্যাঁ বন্ধু রা কোন পোকার সফটওয়্যার ছাড়াই এখন আপনি আপনার windows 7 এ পিসি স্ক্রীন শর্ট নিতে পারবেন। কাজ টি খুব সোজা ১) Start> All progrems> Accessories> Shipping Tool এই Shipping Tool টি হল সফটওয়্যার এই টিতে আপনি ক্লিক করলে উপরের চিত্রের মত আসবে। New তে ক্লিক করে আপনি

    নিজেই বানিয়ে ফেলুন যেকোনো প্রোগ্রাম এর শর্ট কার্ট কি

    হ্যাঁ বন্ধুরা এখন আপনি নিজেই যে কোন প্রগ্রামের শর্ট কার্ট বানান, এই কাজটি একদম সজা, আমি যাযা বলবো সেটি ফল্লও করুন ব্যাস তাহলেই হবে।
    ১) Start> any program> Right click on selected program> properties

    2) শর্ট কার্ট এর জাগায় আপনার পছেন্দের key চাপুন।

    ৩) Ok ক্লিক করুন।

    ৪) এখন ইছে মত প্রোগ্রাম লঞ্চ করুন।

    কিবোর্ড এর কাজ করুন মাউস দিয়ে


    হ্যাঁ বন্ধুরা আমি শিরো নামে যেটি বলেছি সেটি একদম টিক, আপনি কীবোর্ড এ হাত না দিয়েও কিবোর্ড এর কাজ


    করতে পারবেন মাউস দিয়ে, এর জন্য আপনাকে যা করতে হবে তা হল Run

    এখন নিজেই পরীক্ষা করে নিন আপনার anti virus কি ঠিক কাজ করছে কি না ।

    আল্লার নাম নিয়ে আমি আজকে এই ছোট্ট পোস্ট শুরু করছি । আমারা সবাই কোন না কোন Anti Virus ব্যবহার করি । কিন্তু জানি কি সেটা ঠিক ঠাক কাজ করছে কি না  , তো চলুন দেখে নিন আপনার  Anti Virus ঠিক কাজ করছে কি না  । এর জন্য আমার নীচের টিপস গুল একটু লক্ষ করুন । >

    Windows Media Player এ mp3 গান শুনুন এবং নিজ পছেন্দের ছবি স্লাইডশো দেখুন



    হ্যাঁ বন্ধুরা আপনি চাইলে আপনার windows media player এ mp3 গান এর সাথে আপনার পছেন্দের ছবির স্লাইডশো দেখতে পারবেন, এর জন্য দরকার ছোট্ট একটি সফটওয়্যার যার নাম Picture Viz ।

    বুধবার, ১৪ আগস্ট, ২০১৩

    আসুন নিজের নামে একটি সার্চ ইঞ্জিন বানাই । ( না দেখলে চরম মিস )

    আল্লার নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আজকে আপনাদের কে দেখাবো কিভাবে নিজের নামে একটি সার্চ ইঞ্জিন বানাবেন । এর জন্য আমার নীচের টিপস গুল একটু লক্ষ করুন ।
    ১) এখানে ক্লিক করুন , এবার একটা পেজ ওপেন হবে সেখানে 
    Step1:
    Enter Your Name এখানে আপনি যে মানে সার্চ ইঞ্জিন বানাবেন সেই নাম লিখুন । 
    নীচের চিত্র দেখুন >>

    ১২ টি দারুন url shorteners ( যে কোন বড় URL লিঙ্কে একদম ছোট করে নিন মাত্র এক ক্লিক এ

    আল্লার নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আজ আপনাদের দেখাব কিভবে বড় বড় url লিঙ্ক কে ছোট লিঙ্কে পরিণত করবেন এবং বন্ধুদের সঙ্গে তা খুব সহজে শেয়ের করবেন চাইলে অর্থ উপার্জন ও করতে পারবেন । এর জন্য আমার নীচের টিপস গুল লক্ষ করুন ।

    আপনার Google Chrome কে দিন নতুন রূপ ।




    আল্লার নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আশাকরি আপনারা সবাই ভাল আছে আল্লাহ্‌ এর কাছে দোয়া করি যাতে আপনারা খুব খুব ভাল থাকেন  আমার জন্যও একটু দোয়া করবেন । সে যাই হোক আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার  Google Chrome এর থিম পরিবর্তন করবেন । কাজটি একদম সোজা , এর জন্য একটু নিচে যান ।


    * প্রথমে এখানে ক্লিক করুন তাহলেই দেখবেন নীচের চিত্রের মতো একটি পেজ ওপেন হয়েছে ।

    মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৩

    ফেসবুক ফ্যান পেইজে-এ লাইক বাড়ান অনেক সহজ পদ্ধতিতে !!! -

    সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।আমরা অনেকে সখের বশে অনেক সময় ফেসবুক – এ ফ্যান পেইজ তৈরি করি কিন্তু প্রথম প্রথম তেমন লাইক পাই না। কিন্তু ফেসবুক – এ নতুন পেইজে কেও লাইক দিতে চায় না তাই আমি আজকে আপনাদের কাছে এমন একটা ওয়েবসাইট শেয়ার করব যা দিয়ে আপনি প্রতিদিন ১০০-২০০ করে লাইক বারাতে পারবেন আপনার ফ্যান পেইজে। শুধু যে ফেসবুক – এ লাইক বারাবে ঠিক তা না, এই ওয়েবসাইট দিয়ে আপনি টুঁইটারে ফলওার বাড়াতে পারবেন আবার ইউটিউব এ আপনার ভিডিওটির লাইক অ্যান্ড ভিওয়ার বাড়াতে পারবেন। আর কথা বাড়াবো না এখন দেখব এই ওয়েবসাইট দিয়ে কিভাবে আপনারা ফেসবুক ফ্যান পেইজে লাইক বাড়াবেন ঃ-
    ২. তারপর ইমেইল পাসওয়ার্ড দিয়ে আপনার নিজের অ্যাকাউন্ট তৈরি করুন.
    ৩. তারপর আপনার ইমেইলটা ভেরিফাই করুন.
    ৪. তারপর আপনার ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগিন করুন.
    ৫.তারপর দেখুন বাম পাশে একটা সবুজ বাটন আছে. ঐ বাটনে ক্লিক করুন -

    সোমবার, ১২ আগস্ট, ২০১৩

    কম্পিউটারের গতি বাড়ানোর জন্য কিছু কাজ করতে পারেন নিয়মিত

    কম্পিউটারের গতি বাড়ানোর জন্য কিছু কাজ করতে পারেন নিয়মিত 

    তাহলে শুরু করি-
    ১। GO “ RUN “ - tree লিখে এন্টার করুন।
    ২। GO “ RUN “ - prefetch লিখে এন্টার করুন।( একটা নতুন উইন্ডো আসবে সব ফোল্ডার এবং ফাইল
    ডিলিট করুন।

    আপনার মোবাইল ফোনকে স্মার্ট বানিয়ে ফেলুন।

    আমি আজ একটি মোবাইল সফটওয়্যার এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। সফটওয়্যার টির নাম XPLORE. এই সফটওয়্যার দিয়ে আপনি এক সাথে অনেক কাজ করতে পারবেন। Cut, paste, mark etc. এই সফটয়্যার দিয়ে bluetooth এ ফাইল সেন্ড করলে তুলনামূলক ভাবে সময় কম লাগবে। এই সফটওয়্যার দিয়ে ফাইল hide করে রাখা যায়। তাছাড়া ফাইল সাজানো, মোবাইল এর স্পীড দেখা ইত্যাদি করা জাই এই সফটওয়্যার এর মাধ্যমে। 

    download bangla font for android

    bondhura aj ami apnadher ekti shundhor upohar dhebo thobe englishe lekhar jonno dhukkhitho aj ami apnadher janabo kivabe android e bangla font dhekhben ar kotha noy ebar kaje asha jak ekhan theke download kore nin font ti instol kore nin kaj shesh ebar jan sattings>>display>>scrin display>>font style>>select bangla font>>okey ekhon dhekhun jadhu bangla font show korche dhonnobadh

    শুক্রবার, ৯ আগস্ট, ২০১৩

    ল্যান্ডফোন নাম্বার দিয়ে লোকেশান হ্যাক করুন

    বাংলাদেশে ল্যান্ডফোন ব্যবহারকারী অপরিচিত কারো পরিচয় জানার প্রয়োজন হতে পারে। যে কোন ল্যান্ড ফোন নাম্বার দিয়েই আপনি ইচ্ছা করলে ব্যবহারকারীর নাম ও ঠিকানা বের করতে পারবেন। খুব সহজ একটি পদ্ধতিতে এটি করা যায়। চলুন দেখি কিভাবে এটি করা যায়।

    এই কাজটি করতে প্রথমে নিচের লিংকে ক্লিক করুনঃ
    এরপর নিচের ছবির ধাপ গুলো অনুসরণ করুনঃ
     
    লগইন এ ক্লিক করলে নিচের ছবির মত একটি পেইজ আসবে

    প্রথমে CUSTOMER ID (AREA CODE + PHONE) এ আপনি যে ফোন নাম্বার ব্যবহার করে ব্যবহারকারীর নাম ও ঠিকানা বের করতে চান সেই নাম্বারটি ০২ সহ প্রবেশ করান। এরপর PASSWORD হিসেবেও একই নাম্বারটি ০২ সহ প্রবেশ করান এবং লগইন করুন। এবার নিচের ছবি অনুসারে কাজ করুনঃ
    PRINT/VIEW CUSTOMER BILL এ ক্লিক করলে নিচের ছবির মত একটি পেইজ আসবেঃ
    মার্ক করা অপশন দুটোর যে কোন একটিতে ক্লিক করুন। নিচের ছবির মত আরেকটি পেইজ আসবে।
    এরপর মাস ও বছর লিখে সাবমিট করুন। নিচের ছবির মত আপনি একটি বিল দেখতে পাবেন যেখানে ব্যবহারকারীর নাম ও ঠিকানাও থাকবে। এভাবেই অপরিচিত যে কারও নাম ও ঠিকানা বের করতে পারবেন। এছাড়াও বিটিসিএল এর গ্রাহকরাও নিজেদের টেলিফোন বিল ইন্টারনেটে দেখতে পারবেন।

    হার্ডডিস্কের যেকোনো ড্রাইভ লুকিয়ে রাখুন একদম সহজে [ কোন সফটওয়্যার ছাড়া] !!


    এজন্য যা  করবেন , দেখে নিন ……
    প্রথমে স্টার্ট মেনু থেকে Run-এ যেতে হবে বা কীবোর্ড থেকে Windows+R প্রেস করতে হবে ।
    এর পর সেখানে cmd লিখে এন্টার করুন।কমান্ড প্রম্পট চালু হবে।
    কমান্ড প্রম্পট চালু হলে  diskpart লিখে এন্টার করুন।
    উইন্ডোজ সেভেনের ক্ষেত্রে একটি নোটিফিকেশন আসবে। সেটাতে ইয়েস করে দিলেই নতুন একটি কমান্ড প্রম্পট (নতুন উইন্ডো) চালু হবে।
    সেখানে DISKPART> এর পরে লিখুন list volume এবং এন্টার করুন।সব কটি ড্রাইভের একটি তালিকা চলে আসবে।
    এখন যে ড্রাইভটি আপনি লুকাতে বা হাইড করতে  চান, সেটির ভলিউম নম্বর লিখুন।
    একটু খেয়েল করলে দেখতে পাবেন, প্রতিটি ড্রাইভের পাশেই এর ভলিউম নম্বর দেয়া আছে।
    যেমন—আপনি যদি E:\ ড্রাইভ হাইড করতে চান, তাহলে E:\ ড্রাইভের ভলিউম নম্বর লিখে এন্টার করুন।
    E:\ ড্রাইভের ভলিউম নম্বর 4 হলে লিখুন DISKPART>-এর পরে লিখুন select volume 4, তাহলে আপনার E:\ ভলিউমটি নির্বাচন করা হবে।
    তারপর হাইড করার জন্য DISKPART>-এর পরে লিখুন remove letter E, তাহলে আপনার নির্বাচিত  ড্রাইভটি হাইড হবে।
    এবারে মাই কম্পিউটারে গেলে ড্রাইভটি আবার দেখতে পাবেন না ।
    যদি ড্রাইভটি আবার দেখতে চান, তাহলে হাইড  ড্রাইভটি একই পদ্ধতিতে নির্বাচন করে লিখুন assign letter E এবং Command Prompt বন্ধ করে দিন।
    এবারে মাই কম্পিউটারে গেলে ড্রাইভটি আবার দেখতে পাবেন।
    সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আমার জন্যও দোয়া করুন ।

    USB ক্যাবলের মাধ্যমে নোকিয়া ফোনের ভুলে যাওয়া Security Code দেখে নিন।

    আস্-সালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি এই গুরত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করছি সবাই উপকৃত হবেন।
    আমরা অনেকেই নোকিয়া ফোন ব্যবহার করে থাকি। অনেক ক্ষেত্রে নিরাপত্তার কারনে সিকিউরিটি কোডের প্রয়োজন হয়। নোকিয়া তে ডিফল্ডভাবে ১২৩৪৫ সিকিউরিটি কোড দেয়া থাকে। যা আমরা অনেকেই জানি। সুতরাং প্রয়োজন হয় সিকিউরিটি কোডটি পরিবর্তন করার।
    আমরা যারা এই অপশনস্ টা ব্যাবহার করে থাকি, তারা প্রত্যেকেই সিকিউরিটি কোডটি পরিবর্তন করি। কিন্তু বেশ কিছু দিন পর আমরা সেই সিকিউরিটি কোডটি সহজেই ভুলে যাই। তারপর থেকে শুরু হয় সমস্যার। কোডটি রিসেট করতে অথবা ফ্লাস দিতে যেতে হয় বিভিন্ন মোবাইল সার্ভিসিং পয়েন্টে। গুনতে হয় ৫০-৩০০ টাকা বা তারও বেশী।
    অথচ, কোন টাকা ছাড়াই আপনার পার্সোনাল কম্পিউটারে একটি সফট্ওয়্যার এর মাধ্যমে আপনি সহজেই এই সমস্যাটির সমাধান করতে পারেন। প্রয়োজন শুধু মাত্র একটি সচল নোকিয়া ক্যাবল।
    আসুন দেখে নেই কিভাবে আপনি উক্ত কাজটি পুরোপুরি সম্পন্ন করবেন:-প্রথমে আপনি নিচের লিংক থেকে [ANT]-Simple সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।ডাউনলোড
    আপনার কম্পিউটারে যদি Pc Suite ইনস্টল থাকে, তাহলে Pc Suite এর প্রোগ্রামটি কে Exit করে দিন, এমনকি Taskbar থেকেও।
    [ANT]-Simple সফটওয়্যারটি ডাউনলোড শেষ হলে এটাকে Extract করে নিন।এবং Simple.exe ফাইলটি run করান।এবার Usb ক্যাবল দিয়ে আপনার মোবাইল কে কম্পিউটারের সাথে যুক্ত করুন। মোবাইলে কানেকশন টাইপ কিন্তু Pc Suite মোডে রাখতে ভুলবেন না যেন।
    যাইহোক, উক্ত প্রোগ্রামের Main ট্যাব থেকে নিচের Check এ ক্লিক করুন। তারপর আপনার IMEI number and model সম্পর্কে তথ্য সেখানে দেখতে পাবেন।যদি না দেখতে পান তাহলে বুঝতে হবে আপনার ফোনটি সঠিকভাবে পিসিতে কানেক্ট পায়নি। অন্য কোন Usb Port এ লাগিয়ে কানেক্ট করুন।তারপর নিচের চিত্র অনুযায়ী Normal সিলেক্ট করে Get এ ক্লিক করুন।

    অজানা লক কোড সহজেই বের করে ফেলুন !!

    মোবাইলের ভুলে যাওয়া/অজানা লক কোড সহজেই বের করে ফেলুন !!
    মাঝে মাঝে আমরা আমাদের মোবাইলের লক কোড ভুলে যাই। তখন আমাদের চিন্তার আর শেষ থাকে না। আবার যারা 2nd Hand সেট কিনে তাদের মাঝে মাঝে অনেক সমস্যা পোহাতে হয় লক কোড না জানার কারনে। এই সমস্যা দূর করার জন্যই আমার আজকের এই লেখা।

    আপনাদের এই কাজটা করতে হবে Unlock Me.sis সফ্টটা দ্বারা। ডাউনলোড

    ডাউনলোড শেষে সফ্টটা আপনার মোবাইলে ইন্সটল করে নিন। এবার লক কোড বের করার পালা। কাজটা খুবই সহজ।প্রথমে সফ্টটা ওপেন করুন।

    এবার Option থেকে Unlock এ ক্লিক করুন।

    এবার সফ্টটা অটোমেটিক বিভিন্ন কোড বসিয়ে বসিয়ে আপনার আসল কোড বের করে ফেলবে। এরকম প্রতিটা কোড বসিয়ে বসিয়ে বের করতে সফ্টটার 5-8 মিনিটের মত লাগবে। এত সময় অপেক্ষা করা বিরক্তকর বিধায় আপনি সফ্টটা কার্যরত অবস্থায় Minimize করে রাখুন। যখন আপনার লক কোড পেয়ে যাবে তখন সফ্টটা অটোমেটিক একটা আওয়াজ করবে। আপনি তখন সফ্টটা Meximize করুন। দেখবেন আপনার লক কোড প্রদর্শন করছে।

    যেহেতু এটা একটা .SIS সফ্ট তাই এটা সকল S60 V2 সেটে চলার কথা। না চললে জানাবেন। লেখাটা ভাল লাগলে কমেন্ট করবেন কিন্তু!!!

    আপনার ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের উপায়

    আমার প্রথম পোস্ট জানি না কেমন হবে তবে আপনাদের দোআ থাকলে এগিয়ে যাব 
    আজ  বেপারে আলোচোনা করব সেটা হলো ফেছবুক হ্যাক হলে কি করবেন নিচে কিছু টিপস দিলাম কাজে লাগবে 

    আমাদের ফেসবুক আইডি আমাদের সবার কাছেই খুব প্রিয়। এখন যদি আপনার এই শখের ফেসবুক আইডি হ্যাক হয়ে যায় তাহলে বেপারটা খুব কষ্টের হয়। তখন গালিগালাজ করে হ্যাকারের চোদ্দগুষ্টি উদ্ধার করে ফেলি। অথবা বন্ধদের অনুরোধ করি রিপোর্ট করে আইডিটি ব্লক করে দিতে। এতে কিন্তু সমস্যার সমাধান হল না। কারণ আপনি তাতে আইডিটি ফেরত পাবেন না। হয়তবা আপনাদের মনের কষ্ট বুঝতে পেরে ফেসবুক কিছু বেবস্তা করে দিয়েছে। ফেসবুক আইডি দুইভাবে হ্যাক হতে পারে। সেগুলো হলঃ 

    ১. পাসওয়ার্ড পরিবর্তন করে 
    ২. ইমেইল আইডি পরিবর্তন করে 

    পাসওয়ার্ড পরিবর্তন করলে যা করণীয়ঃ 
    কেউ যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করে হ্যাক করে তাহলে আপনি পুরাতন পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন না। এই সমস্যার জন্য নিচের লিঙ্কে যান। 
    http://www.facebook.com/help/identify.php?show_form=hack_login_changed 

    এরপর পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করুন। 

    ইমেইল আইডি পরিবর্তন করলে যা করণীয়ঃ 
    যদি এমন হয় আপনি খুব বড় মাপের হ্যাকারের পাল্লায় পরেছেন তাহলে কি করবেন? যে কিনা আপনার পাসওয়ার্ড পরিবর্তন করেই ক্ষান্ত হয় নি আপনার মেইল আইডির পাসওয়ার্ডও পরিবর্তন করে দিয়েছে। এই সমস্যার জন্য নিচের লিঙ্কে যেতে হবে। 
    http://www.facebook.com/hacked/ 
    এরপর পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। 

    আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট দিবেন। 
    ধন্যবাদ।
    Review http://www.sohagathia.blogspot.com/ on alexa.com